আমাদের আর কেউ দাবিয়ে রাখতে পারবে না: আবদুল জব্বার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, এত বছর কথা বলতে পারিনি। কোন পত্রিকা সংবাদ প্রকাশ করতে পারেনি। যারা সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কণ্ঠকে কেউ বন্ধ করে রাখতে পারবে না।

শুক্রবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চাষাড়া ২৮ অক্টোবর ২০০৬ সালের হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব পুরো জাতি দেখেছে। আদালতে মামলাও হয়েছিল। কিন্তু তারা বিশেষ ক্ষমতাবলে এ মামলাগুলোকে প্রত্যাহার করে নিয়েছিল। আজ নতুন করে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি বলতে চাই অবিলম্বে সেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, নয়ত জনগণ আইন হাতে তুলে নেবে।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর সাধারণ কোন ঘটনা নয়। বাংলাদেশকে ব্যর্থ করতে এই ষড়যন্ত্র হয়েছে। ২০২৪ সালের গণহত্যার বিচার যেমন হবে, তেমনি ২৮ অক্টোবরের বিচারও হবে। খেলা হবে খেলা হবে বলে এই নারায়ণগঞ্জকে আর কলঙ্কিত হতে দেয়া যাবে না। আওয়ামী লীগের অনেকে অন্যান্য দলের মাধ্যমে রাজনীতিতে আসতে চেষ্টা করছে। আমি বলতে চাই কোন খুনী রাজনীতিবিদ হতে পারে না। নতুন করে সন্ত্রাস ও চাঁদাবাজি যারা করবে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নয়ত জনগণ তাদের হাত ভেঙে দেবে। দেশপ্রেমিক সকল দলের প্রতি আহ্বান। দলের চেয়ে বড় আমাদের আদর্শ আমরা বাংলাদেশী। জামায়াতকে দেশপ্রেমিক হওয়ার অপরাধে এই দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।

নারায়ণগঞ্জ পূর্ব সাংগঠনিক থানার আমীর ফরিদ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইউম, মহানগরী সেক্রেটারি ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, মহানগরী কর্ম পরিষদের সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, এইচ এম নাসির উদ্দিন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত