আমাজনের আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী পাঠাচ্ছে ব্রাজিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আমাজন জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে আনতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এ বিষয়ে একটি ডিক্রি জারি করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো।

জারি করা ডিক্রিতে আমাজন অঞ্চলে প্রকৃতি সংরক্ষণ, আদিবাসী জমি এবং সীমান্ত অঞ্চলের নিরাপত্তায় সেনা মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় নেতাদের তীব্র চাপের পরে ব্রাজিলের প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে।

আমাজান নিয়ে অন্য দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন বলসোনারো। এর আগে, ফ্রান্স ও আয়ারল্যান্ড জানিয়েছিল, ব্রাজিল আমাজনে আগুন মোকাবিলায় আরও কিছু না করলে তারা দক্ষিণ আমেরিকার দেশগুলির সাথে বাণিজ্য চুক্তি অনুমোদন করবে না। মনে করা হচ্ছে যে, আমাজন জঙ্গলে আগুন অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, কৃষিক্ষেত্র বা খনির জন্য আমাজনের অঞ্চলগুলি পরিষ্কার করার পক্ষে সমর্থন ঘোষণা দিয়েছেন বলসোনারো। এতে তিনি বিশেষজ্ঞ এবং ক্যাম্পেইনাদের তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন।

এ কারনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্ভাবনারও মুখোমুখি হয়েছেন বলসোনারো। ইতোমধ্যে ফিনল্যান্ডের অর্থমন্ত্রী ব্রাজিলের গরুর মাংস আমদানি নিষিদ্ধ করার বিষয়ে ইইউকে আহ্বান জানিয়েছেন।

২৩ আগস্ট শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বোলসোনারো জানান, জঙ্গলে আগুন লাগার বিষয়টি পুরো বিশ্বে বিদ্যমান এবং এটা সম্ভাব্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অজুহাত হিসেবে ব্যবহার হতে পারে না।

সূত্র : বিবিসি

add-content

আরও খবর

পঠিত