আমাকে বাচাও আমাকে বাচাও-শিশুর উপর নির্মম নির্যাতন

নারায়ণগঞ্জ বার্তা ২৪: আমাকে বাচাও আমাকে বাচাও বলে চিৎকারে আশপাশের লোকের হৃদয় কেপে উঠলেও কেপে উঠেনি ৫ বছরের শিশুর উপর নির্যাতন কারিদের। দিনের পর দিন নানা ভাবে নির্যাতন চালাতো এই শিশুটির উপর কখনো দরজার চিপায় আংগুল দিয়ে কখনো গরম খুনতির ছেকা, কখনো চর, ঘুষি, লাথি এত নির্যাতন সহ্য করতে না পেরে চিৎকার করে বলে আমাকে বাচাও আমাকে বাচাও। এক শিশু গৃহপরিচারিকাকে বাড়িওয়ালার নির্যাতনের হাত থেকে রক্ষা করেছেন স্থানীয় কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান। ২২ জানুয়ারী শুক্রবার বিকেলে বন্দরের একরামপুর আকিজ সিমেন্ট গেইট এলাকা থেকে গৃহপরিচারিকা তাসলিমা আক্তার রিয়া (৫) কে আমির শেখের বাড়ি থেকে উদ্ধার করে। ঘটনার পরই বাড়িওয়ালা স্বপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। গৃহপরিচারিকা তাসলিমাকে উদ্ধারের সময় আমির শেখ বলেন, গৃহপরিচারিকার পিতা-মাতা কেউ নেই। তাকে তার ফুফুর কাছ থেকে কিনে এনেছে গৃহ পরিচারিকা হিসেবে। আশপাশের লোকেরা বলেন, আমির শেখের বাড়িতে প্রতিদিন গৃহপরিচারিকা তাসলিমার চিৎকার শুনতে পাওয়া যায়। দীর্ঘ দিন যাবত গৃহপরিচারিকার উপর নির্যাতন সহ্য করতে না পারে তারা স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানালে কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান নিজে আমির শেখের বাড়িতে এসে শিশু গৃহপরিচারিকাকে উদ্ধার করে। রিয়ার হাতে ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। কাউন্সিলর তার নিজ দায়িত্বে শিশুটিকে চিকিৎসা করিয়ে তার বাড়িতে রেখেছেন। এ বিষয়ে কাউন্সিলর দুলাল প্রধান বলেন, শিশুর উপর নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে তিনি থানা প্রশাসনের মাধ্যমে বাড়িওয়ালার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত