আমরা জাতীয় পার্টি কখনো প্রতিশোধ বিদ্বেষে যাই না : এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের সঙ্গে থাকবে। জাতীয় পার্টি উন্নয়নে সহযোগিতা করবে। জাতীয় পার্টি শান্তির সঙ্গে থাকে। আমরা জাতীয় পার্টি কখনো প্রতিশোধ বিদ্বেষে যাই না। হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে শান্তির পথ দেখিয়েছেন। আমাদের শান্তিপূর্ণ ও উন্নয়নের জন্য রাজনীতি করার শিক্ষা দিয়ে গেছেন। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বন্দর ঘাট সংলগ্ন ময়মনসিংপট্টি এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

তিনি আরো বলেন, আমার প্রত্যেকটি ওয়ার্ড সদস্য, আওয়ামী লীগ সদস্য এমন কেউ বাকি নাই যারা এখানে উপস্থিত নেই। এখানে উপস্থিত আছেন হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের স্ত্রী রওশন এরশাদ ও সন্তান সাদ এরশাদ। আমরা তাকে নিয়ে আশা করছি তার মাধ্যমে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব পায়। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

এছঅড়াও উপস্থিত ছিলেন, সাবেক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন আক্তার, ২১ নং ওয়ার্ডের হান্নান সরকার, ২২ নং ওয়র্ডের কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসাইন, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন আহমেদ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানি, মহানগর ছত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, মুছাপূর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ, জেলা যুবসংহতির আহ্বায়ক রাজা হোসেন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত