নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী বলেছেন, প্রধাণমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ হচ্ছে সেবাগুলো জনগনের দোরগোড়ায় পৌছে দেয়া। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য প্রধাণমন্ত্রী জনগনের সুবিধার্থে ঘরে বসেই সেবা পৌছে দিচ্ছেন। আপনারা আজ সেটার সুফল গ্রহন করছেন। একটা সময় ছিল যখন একটি মিটারের জন্য আপনাদের কত কষ্ট করতে হত। আজ সেই দিনটা আমাদের কাছে স্বপ্ন মনে হয়। আমরা ঘরে বসেই সেই সেবাগুলো পেয়ে যাচ্ছি। আজ পল্লীবিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে আপনাদের কেন এত সংশয়। প্রিপেইড মিটার স্থাপন করে আমাদের প্রতিজ্ঞা থাকবে একটাই আমরা সবাই ভাল মানুষ। আমরা ঋণ খেলাপী হবনা। অপচয় রোধ করব। প্রিপেইড মিটার গ্রহন করব।
বুধবার (২৭ মার্চ) সকাল ১১টায় বন্দর রুপালী আবাসিক এলাকায় নারায়ণগঞ্জ-১ পল্লীবিদ্যুৎ সমিতির আয়োজনে প্রিপেইড মিটার স্থাপন উদ্বোধণ শীর্ষক সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের একটি উদ্দেশ্য আছে তিনটি জিনিসকে কমিয়ে আনা সেটি হচ্ছে স্বল্প সময়ে সেবা গ্রহন, অর্থ সাশ্রয় করা, ভিজিটও কমিয়ে আনা। এই ৩টি বিষয়কে প্রধান্য দিয়ে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। বাংলাদেশে প্রথম যে জিনিসটি আসে তার মধ্যে বাঙ্গালীদের অনিহা থাকে। যখন তার প্রসার ঘটে তখন সে জিনিসটা আর ছাড়তে চাননা। এটাই বাঙ্গালীয়ানার একটা বৈশিষ্ট। প্রিপেইড মিটারও আগামী কয়েক বছরের মধ্যে জনগন সানন্দে ব্যবহার করছে। মাননীয় প্রধাণমন্ত্রীর এই সুন্দর উদ্যোগকে আমরা সবাই মিলে স্বাগত জানালে সোনার বাংলা গড়তে পারব ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জিএম সাইরুল ইসলামের সভাপতিত্বে ও বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন, সাবেক পৌর কমান্ডার জব্বর সরদার, নারায়ণগঞ্জ-১ পল্লীবিদ্যুৎ বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান, নারায়ণগঞ্জ-১ পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি তানজিম আহমেদ, নারায়ণগঞ্জ-১ পবিস এর সহ-সভাপতি লুৎফা বেগম, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর তথা মহানগর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ, বন্দর পল্লিবিদ্যুৎ সমিতির ওয়ারিং ইন্সপেক্টর জাকির হোসেন, ২১নং ওয়ার্ড আ.লীগনেতা মো. নাজমুল প্রমূখ।