নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হযরত আবু বকর সিদ্দীক (রা:) জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর তল্লা সুপারীবাগ এলাকায় এ আযোজন করা হয়। কাজী নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলেমেদ্বীন, ইসলামী চিন্তাবিদ, আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুর রহিম (খতীব-কেন্দ্রীয় জামে মসজিদ শিবচর মাদারীপুর), প্রধান বক্তা মুফাসসিরে কোরআন আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম (ইমাম ও খতিব-বাইতুন নূও জামে মসজিদ, নারায়ণগঞ্জ), বিশেষ বক্তা আলহাজ্ব হাফেজ মাওলানা জোবায়ের আহমদ( ইমাম ও খতিব বানি আব্রহীম জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা)। হযরত আবু ববর সিদ্দীক (রা:) জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি জুনায়েদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জানে আলম বিপ্লব। বীর মুক্তিযোদ্ধা কাজী জসিম উদ্দিন, মো.এশারত কন্ট্রাক্টর, সিরাজুল ইসলাম সিরাজ, বাবুল কন্ট্রাক্টর, সুমন প্রমুখ।