নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সহ সারাদেশে সুপরিচিত বিশিষ্ট ব্যক্তি সর্গীয় করুণাময় গোস্বামীর আত্মার শান্তি কামনায় আয়োজিত বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে আবারো এক টেবিলে বসে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভি।
বৃহস্পতিবার ১৩ জুলাই বিকেল ৩টায় শহরের রামকৃষ্ণ মিশনে আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে এমপি সেলিম ওসমান ও মেয়র আইভি এক টেবিলে পাশাপাশি চেয়ারে বসে খাবার খেয়েছেন। এ সময় দুইজনের মাঝে কুশল বিনিময় সহ দীর্ঘ সময় আলাপ করতে দেখা গেছে। তবে তাদের মাঝে রাজনৈতিক বিষয় নিয়ে কোন কথা হয়নি বলে নিশ্চিত করেন উপস্থিত ব্যক্তিরা।
এর আগে গত ৩ জুলাই দুপুরে শহরের চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে করুণাময় গোস্বামীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ। ওইদিনও এমপি সেলিম ওসমান ও মেয়র আইভি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন এবং তারা পাশাপাশি বসে কুশল বিনিময় করেছেন।