নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আবারো শেষ্ঠত্ব ধরে রাখলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো.কামরুল হাসান। ঢাকা রেঞ্জে তিনি শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায়শেগুন বাগিচাস্ত ঢাকা রেঞ্জেরডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (বিপিএম) এর সভাপতিত্বে ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্স মিটিংয়ে তিনি এ সম্মাননায় ভূষিত হন।
মাদক, সন্ত্রাস, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ নিয়ন্ত্রণে সাহসিকতা এবং কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে একাগ্রভাবে কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পান এসআই কামরুল হাসান।
অপরাধ সভায় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম), ডিআইজি আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ বিপিএম (বার) পিপিএম (বার) এর কাছ থেকে তিনি ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহন করেন।