আফনান আহমেদ রাশেদের শুভ জন্মদিন আজ

নারায়ণগঞ্জ বার্তা ( নিজস্ব সংবাদ দাতা ) :  রিয়েলিটি  শো এনটিভির হা-শো সিজন-৪ এর পারফরমার  খ্যাত তরুন মেধাবী ছেলে আফনান আহমেদ রাশেদ এর শুভ জন্মদিন আজ ৫ অক্টোবর। আজকের এই দিনে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায়, জালাল আহমেদ ও রাশিদা বেগম দম্পতির ঘরে আলোকিত করে জন্ম নেন তিনি।

Media Photo-01প্রতিভাবান ও মেধাবী  রাশেদের  শিক্ষা জীবন শুরু হয়,ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের মাধ্যমে, পরবর্তীতে  তিনি ফতুল্লা পাইলট স্কুল থেকে সুনামের সাথে এসএসসি  পরীক্ষা পাস করেন। বর্তমানে  তিনি নারায়ণগঞ্জ সরকারি  তোলারাম কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। তার সাথে আফনান আহমেদ রাশেদ সামাজিক ও  সাংস্কৃতিক  সংগঠন -রাইজিং  বাংলাদেশ এর প্রধান নির্বাহী। এই সামাজিক ও  সাংস্কৃতিক  সংগঠন  -রাইজিং  বাংলাদেশ দুরন্তপনায়, সামাজিক  দায়বদ্ধতা  থেকে  গড়ে তুলেন আফনান আহমেদ রাশেদ।

এছাড়াও তরুন মেধাবী আফনান আহমেদ রাশেদ জনপ্রিয় নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর রিপোর্টার হিসেবে কাজ করছেন ।IMG_20171213_121632

আফনান আহমেদ রাশেদ শুভ জন্মদিন। নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে থেকে আগামী দিনের সুন্দর পথচলায় শুভ কামনা ও অভিনন্দন রইল।

add-content

আরও খবর

পঠিত