আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে : মির্জা ফখরুল

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( সোনারগাঁও  প্রতিনিধি ) : বিএনপি জনগনের সরকার, বিএনপি গনতন্ত্রকে বিশ্বাস করে তাই আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প নগরীতে অবস্থিত স্থানীয় বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর  এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামীলীগ গনতন্ত্রকে কোনো দিন বিশ্বাস করেনি এখনও করেনা। তাই তারা নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। নিরপক্ষে নির্বাচন দিয়ে আপনারা প্রমান করুন দেশের জনগন কতটা আপনাদের ভালবাসে। যদি আমরা পরাজিত হই মাথা পেতে নেব। বর্তমান সরকার ভাল করেই জানেন নিরপক্ষে নির্বাচন দিলে তাদের অনেক নেতার জামানত বাতিল হয়ে যাবে।

এই সময় আরো বলেন,  দেশে যে সংকট চলছে। এ সংকট বিএনপি ও বেগম খালেদা জিয়ার একার নয়। এ সংকট সমগ্র বাংলাদেশের মানুষের। তারা জনগনের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে। এ সরকার মিডিয়াকে গলা চিপে ধরেছে তাই মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারছেনা। উপস্থিত  বক্তব্যে আরো বলেন,বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন তার সজনদের সাথে দেখা করতে কোনো ষড়যন্ত্র  করতে নয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক এমপি বদরুজ্জামান খসরু, বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নারানগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ মহিলা দলের সভাপতি হেলেনুর বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম ওলিউর রহমান আপেল, অনুষ্ঠান পরিচালনা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত