আনোয়ার হোসেনের স্বাস্থ্যের উন্নতি, হাসপাতালে না গিয়ে দোয়া করার অনুরোধ পরিবারের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) :  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি অসুস্থ্য আনোয়ার হোসেনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে বাসায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসকেরা। আনোয়ার হোসেনের সহ ধর্মিনী মিসেস আনোয়ার হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ২৬ নভেম্বর শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি আনোয়ার হোসেনের দ্রুত সুস্থ্যতা কামনা করে নারায়ণগঞ্জের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে মিসেস আনোয়ার আরও জানান, তার স্বামীর অসুস্থ্যতার খবর পেয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসছে আনোয়ার হোসেনকে এক নজর দেখার জন্য এবং আমাদের প্রতিবারের সদস্যদের সান্তনা দেওয়ার জন্য। মানুষের এমন ভালোবাসা পেয়ে আমরা নিজেদের ধন্য মনে করছি। কিন্তু তার দ্রুত সুস্থ্য হয়ে উঠতে দায়িত্বরত চিকিৎসকেরা হাসপাতালে কোন দর্শনার্থী না আসতে অনুরোধ জানিয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন এত বেশি পরিমাণ দর্শনার্থী রোগীকে দেখতে আসায় রোগীর সঠিক চিকিৎসা প্রদানে ব্যাঘাত ঘটছে।

তাই মিসেস আনোয়ার হোসেন তার স্বামীর সকল শুভাকাঙ্খি ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ রেখেছেন তারা যেন কষ্ট করে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হাসপাতালে না যান। তারা যেন যার যার স্থান থেকে আনোয়ার হোসেনের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। সকলের দোয়া আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আনোয়ার হোসেনকে নারায়ণগঞ্জে বাসায় নিয়ে আসা সম্ভব হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, ২৬ নভেম্বর শুক্রবার দুপুরে শহরের উকিলপাড়া এলাকায় জুম্মা নামাজ পড়া অবস্থায় অসুস্থ্য হয়ে পড়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। পরে তাকে শহরের বালুরমাঠ এলাকা ইসলাম হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তাররা তাকে দ্রুত ঢাকা পাঠিয়ে দেন। ঢাকায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ার হোসেনকে। খবর পেয়ে দ্রুত ল্যাবএইড হাসপাতালে ছুটে গিয়ে আনোয়ার হোসেনের চিকিৎসার সার্বিক ব্যবস্থা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। পরে তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার রাতেও সংসদ সদস্য সেলিম ওসমান আনোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে গিয়েছেন।

উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনের নাম ঘোষণা করেছে আওয়ামীলীগ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত