নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ শহরে অবস্থিত সাবেক ড্যাফোডিল কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবিকা রওশন আরা বেগম আর নেই। বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বেলা ১২টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়ি ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শহরের চাষাঢ়াস্থ বালুর মাঠে অবস্থিত ইসলাম হার্ট সেন্টারে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৬০ বছর। তিনি স্বামী ও ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রওশন আরা বেগম ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদ, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ও পশ্চিম দেওভোগ সমাজ উন্নয়ন পঞ্চায়েতের প্রধান উপদেষ্টা, দেওভোগ দারুল উলুম মাদ্রাসা ও শেরেবাংলা একাডেমীর যুগ্ম সম্পাদক ছাড়াও বাঙ্গালী কৃষ্টি-সংস্কৃতি, চর্চা ও বিকাশ সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরীর স্ত্রী।
রওশন আরা বেগম শহরের উকিলপাড়াস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম মোঃ সামসুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভানেত্রী বিশিষ্ট সমাজসেবিকা মরহুমা জাহানারা ইসলামের বড় মেয়ে, এছাড়া দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আনিসুল ইসলাম সানির বড় বোন।
একই দিন বাদ এশা বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাঁর মাতা ও ভাইদের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
আগামী ১০ সেপ্টেম্বর রোববার রওশন আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উকিলপাড়া জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার আত্মীয়-স্বজন এবং শুভাকাংখীসহ সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর স্বামী মোহর আলী চৌধুরী ও ছোট ভাই আনিসুল ইসলাম সানি অনুরোধ জানিয়েছেন।