আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো না.গঞ্জ কলেজের নবীন বরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : নারায়ণগঞ্জ কলেজের নবীন বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮  আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে অনুষ্ঠিত  হয়েছে নারায়ণগঞ্জ কলেজের নবীন বরণ উৎসব । ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার ১০ টায় নারায়ণগঞ্জ ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়াম সংলগ্ন এ কে এম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় নবীন বরণ উৎসব ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম সেলিম ওসমানের সহধর্মিনী শিক্ষানুরাগী নাসরিন ওসমান ৷

প্রধান অতিথি বক্তব্যে সেলিম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  আমাদের নারায়ণগঞ্জ কলেজের রেজাল্ট আরো ভালো করতে হবে ৷ কলেজের রেজাল্ট  যত ভালো হবে আমি তোমাদের কলেজটি আরো উন্নত করবো আর  রেজাল্ট ভালো করার জন্য যা যা সুযোগ সুবিধার প্রয়োজন তার ব্যবস্থা করে দিব ৷

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ কলেজের  দূর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা কোচিংয়ের ব্যবস্থা করা হবে তবুও রেজাল্ট ভালো করতে হবে ৷

নারায়ণগঞ্জ কলেজ থেকে তিনটি কুপন দেয়া হয়েছিল প্রথমটি  ভিতরে  প্রবেশের জন্য, দ্বিতীয়টি মধ্যহ্ন ভোজের জন্য পরিশেষে  র‌্যাফেল ড্রয়ের অংশ গ্রহনের জন্য একটি। অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা সভা মধ্যহ্ন ভোজের আগে শুরু হয়ে শেষ হবার কথা থাকলেও অতিথিদের আগমনে বিলম্ব হবার কারণে আলোচনা সভাটি হয় মধ্যহ্ন ভোজের পর অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের ১০টি আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়েছে।

নবীন বরণ উৎসবে আলোচনা সভা, গান, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজ, র‌্যাফেল  ড্র সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ কলেজের প্রবীণ-নবীণ সকল শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে উপভোগ করলো দিনটি।

নারায়ণগঞ্জ কলেজের নবীন বরণ আয়োজিত উৎসবে সকালে স্থানীয় কন্ঠ শিল্পীদের কন্ঠে গান উপভোগ করেন উপস্থিত শিক্ষার্থীরা। যোহরের আজানের বিরতিতে মধ্যহ্ন ভোজের খাবার বিতরণ করা হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণির স্টলে খাবারের কুপন হাতে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে খাবার সংগ্রহ করেন। এতে সহযোগিতা করেন একই কলেজের স্বেচ্ছাসেবী কিছু শিক্ষার্থী। মধ্যহ্ন ভোজ শেষে আলোচনা সভা শুরু হয় ৷

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাসরিন ওসমান বলেন, তোমরা কেউ অহংকার করবে না। তোমরা ভালো করে লেখাপড়া করবে। বড়দের সম্মান করবে। তোমরা কেউ কখন আমি এ প্লাস পেয়েছি এটা ভেবে অহংকার করবে না। তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক উচ্চ পর্যায় পৌছাবে সকলের প্রতি এই দোয়া রইলো।

এছাড়া নবীন বরণ উৎসবে সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। প্রবেশ পথে কলেজ থেকে দেয়া প্রবেশ কুপনের মাধ্যমে প্রবেশ করেন শিক্ষার্থীরা। প্রবেশ কুপন চেকিংয়ের দায়িত্বে ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের রোভার স্কাউটের সদস্যরা। তারা খুবই শৃঙ্খলার সাথে শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা করে দেন। নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফজলুল হক বলেন, আমরা কলেজের নবীনবরণ অনুষ্ঠানটি কলেজের ভিতরে ছোট পরিসরে করতাম। কিন্তু সেলিম ওসমান সভাপতি হওয়ার পর থেকেই আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটি জাকজমকপূর্ণ ভাবে বড় পরিসরে করে আসছি। আশা করি আগামী দিনেও আমাদের এই অনন্দধারা অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত সু-শৃংখল। সোনালি আক্তার নামে এক নবীন শিক্ষার্থী বলেন, আজকের অনুষ্ঠানের প্রথম অবদান সেলিম ওসমানের। তার জন্যই আমরা জাকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।

আলিফ হিয়া কাজী নামের এক শিক্ষার্থী বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম ওসামন আমাদের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন। তার কাছে আমরা ঋণী। তিনি আমাদের পাশে আছেন এবং আশা করি ভবিষ্যতে থাকবেন। তাদের জন্য আমাদের দোয়া রইলো। সেলিম ওসমানের বক্তব্যের পরপরই শুরু হয় দেশের জনপ্রিয় শিল্পী ও অন্যান্য তারকা ব্যান্ড শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এতে শিক্ষার্থীরা মেতে উঠেন বাঁধা ভাঙ্গা আনন্দ আর হৈ-হুল্লোড়ে। অনুষ্ঠানের সমস্ত আয়োজনের আর্থিক সহায়তায় ছিলেন নাসরিন ওসমান ।

নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক আকরাম আলী শাহীন, কলেজ পরিচালনা কমিটির সদস্য ফারুক বিন ইউসুফ পপ্পু মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ কাজী চাঁদ সুলতানা, ১২নং ওর্য়াডের কাউন্সিলর শওকত হাসেম শকু সহ নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত, নাসরিন ওসমানের সার্বিক সহযোগীতায় নারায়ণগঞ্জ কলেজের নবীনবরণ উৎসব সহ গত ২৩ সেপ্টেম্বর বন্দরে কদম রসুল কলেজের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে মিসেস নাসরিন ওসমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কলেজ ও সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পৃথক দুটি বাস প্রদান করা হয়েছে। মঙ্গলবার নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জ কলেজকে মিসেস নাসরিন ওসমান প্রদত্ত বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

add-content

আরও খবর

পঠিত