নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর সংবাদ দাতা ) : ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের উত্তর পাঁচআনী গ্রামের আতিক সরকার। সে ঢাকার যাত্রা বাড়ীতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। নিহত আতিক সরকারের সংসারে স্ত্রী ১ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন।
নিহত আতিকের স্ত্রী লাইলী বেগম জানান, বড় মেয়ে তানিয়া আক্তার ছেংগারচর সরকারি কলেজে ডিগ্রিতে অধ্যায়নরত। বড় ছেলে মিটুন একই কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। মেজো ছেলে মিন্টুর পড়ালেখা বন্ধ। ছোট ছেলে সাকিব পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র।
২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত আতিক সরকারের পরিবারের পক্ষ থেকে মামলার রায়ের প্রতিক্রিয়ায় স্ত্রী লাইলী বেগম বলেন, আদালতের রায়ে আমরা খুশি। আর যেন কেউ এ ধরনের ঘটনার শিকার না হয়।
এছাড়াও তিনি আরো বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এ পর্যন্ত ৩৬ লাখ টাকা আর্থিক সাহায্য পেয়েছি। আতিক সরকারের ছেলে মিটুন বলেন, আমরা আদালতের রায়েরর দ্রুত বাস্তবায়ন চাই।