আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সোনারগাঁয়ে কৃষি জমিতে বালু ভরাট

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দর ও কান্দারগাঁও, জৈনপুর, রতনপুর, ছয়হিস্যাসহ ১০ গ্রামের কৃষি জমিতে সোনারগাঁও রির্জোট সিটি নামের একটি কোম্পানি অবৈধভাবে বালু ভরাট করার অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও রাতের আধারে কোম্পানি বালু ভরাট কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে স্থানীয় উপজেলা প্রশাসন বালু ভরাট কাজে নিষেধাজ্ঞা জারি করলেও ওই কোম্পানির দালারা রাতভর কৃষিজমিতে বালু ফেলে তাদের কাজ বাগিয়ে নিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গত মঙ্গলবার সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু ভরাট কাজ বন্ধ করে দেন। পরে ওই কোম্পানির দালালরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে কৃষকের কৃষিজমিতে আবারো বালু ভরাট করছে। এ বিষয়ে স্থানীয় কৃষকরা কোম্পানি ও কোম্পানির দালালদের কাছে অসহায় হয়ে পড়েছেন। এ বিষয়ে কৃষিজমি রক্ষায় কৃষকরা প্রধানমন্ত্রীসহ উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, উচ্চ আদালতের রায় অমান্য করে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দর, ছয়হিস্যা, রতনপুর, ভবনাথপুর, জৈনপুর ও কান্দারগাঁওসহ প্রায় ১০ গ্রামের কয়েক হাজার একর কৃষি জমিতে স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা জোড়পূর্বক বালু ভরাট কাজ শুরু করে। স্থানীয় জমির দালাল শাহজালাল, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মোশারফ হোসেন ও তানভীর হোসেনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দালাল চক্র এ বালু ভরাট কাজ করে যাচ্ছে। এ  বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের দপ্তরে অভিযোগ দায়ের করে কোন প্রতিকার পাচ্ছে না।  স্থানীয় প্রশাসন রাতে বালু ভরাটের বিষয়ে কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় সোনারগাঁ রিসোর্ট সিটি কর্তৃপক্ষ সরকারী নিয়ম-নীতি ও উচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বালু ভরাট কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সোনারগাঁও রির্জোট সিটি স্থানীয় কৃষকদের ফসলী জমি আংশিক ক্রয় করে। আংশিক জমি ক্রয় করে কৃষকদের জমি ক্রয় না করেই  জোড়পূর্বক বালু ভরাট করে যাচ্ছে। গত সপ্তাহে প্রশাসন বালু ভরাট কাজ বন্ধ করে দিলে জমির দালালরা রাতের আধারে ফসলী জমিতে বালু ফেলে কৃষি জমি অনাবাদী করে ফেলছে। ফসলী জমি অনাবাদী হয়ে পড়ায় ওই এলাকার কৃষকরা বেকার হয়ে পরছেন।

এলাকাবাসী আরো অভিযোগ করেন, কৃষকের ফসলী ভরাটের প্রতিবাদ জানিয়ে ২০১৪ সালের ২ মে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) স্থানীয় কৃষকদের কৃষি জমি রক্ষায় উচ্চ আদালতে একটি রিট করেন। রিটে প্রাথমিক শুনানি করে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেন। রুলটিতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে রিজোর্ট সিটি নির্মাণে প্রথম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর পর থেকে ওই এলাকার একাধিকবার স্থানীয় আওয়ামীলীগের নামধারী নেতা শাহজালাল ও স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন জোড়পূর্বক গত কয়েকদিন ধরে ওই কৃষি জমিতে ১০-১৫টি শক্তিশালী ড্রেজার দিয়ে বালু ভরাট কাজ শুরু করে। পরে স্থানীয় কৃষকরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করে। জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগ ও উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঞা গত মঙ্গলবার বিকেলে রির্জোট সিটিতে অভিযান চালিয়ে অবৈধ বালু ভরাট কাজ বন্ধ করে দিয়ে ওই স্থানে একটি নিষেধাজ্ঞা সাইনবোর্ড ঝুলিয়ে দেন। সাইবোর্ড ঝুলিয়ে দেওয়ার পর থেকে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে দালাল চক্র। দিনে প্রশাসনের নিষেধজ্ঞা লোক দেখানো মান্য করে রাতের বেলায় ড্রেজারের মাধ্যমে কৃষি জমিতে বালু ফেলে ভরাট করছে। এতে স্থানীয় কৃষকরা কোম্পানি ও কোম্পানির দালালদের কাছে অসহায় হয়ে পড়েছেন। তাছাড়া একটু বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছেন।
ছয়হিস্যা গ্রামের কৃষক মহব্বত আলী, তৈয়ব মিয়া, সোহবান জানান, আমাদের বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি আমাদের সন্তানরা ভোগ করতে পারছে না। রিজোর্ট সিটির দালালরা রাতের আধারে বালু ভরাট করে আমাদের জমি নিচিহ্ন করে ফেলছে। দিনে জমিতে কাজ করে আসার পরদিন গিয়ে দেখা যায় জমি বালু দিয়ে ভরাট করে ফেলেছে। আমাদের জমি আর পাচ্ছি না।

কান্দারগাঁও গ্রামের কৃষক এনায়েতুল্লাহ মুন্সী জানান, রিজোর্ট সিটির লোকজন বালু ভরাট কাজ চালিয়ে যাচ্ছে। আমরা কাজ বন্ধ রাখার জন্য ড্রেজারের কাছে গেলে গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। প্রশাসন আমাদের জমি রক্ষা না করে কোম্পানির পক্ষে কাজ করে যাচ্ছেন। প্রশাসন যদি টাকার পক্ষে কাজ করে আমরা কোথায় বিচার পাব। আমরা এর প্রতিকার চাই।

সোনারগাঁও উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবু নাছের ভূইঞা জানান, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে বালু ভরাট কাজ বন্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে যদি রাতে আধারে বালু ভরাট করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) এসএম ওবায়েদুল হক বলেন, বর্তমানে রিজোর্ট সিটিতে বালু ভরাট কাজ বন্ধ রয়েছে। রাতের আধারে বালু ভরাট কাজ চলছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত