আদমজীর বন্ধ হওয়া স্কুলগুলোর পুনর্মিলনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪: বন্ধ হয়ে যাওয়া আদমজী জুট মিলের ঐতিহ্যবাহী চারটি শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্মিলনীর অনুষ্ঠান চলছে। নারায়ণগঞ্জের ভূলতা গাওছিয়ায় সূবর্ন গ্রাম পিকনিক স্পটে চলছে অনাড়ম্বর এ অনুষ্ঠান। শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ৩ হাজার লোক এতে অংশগ্রহণ করেন।
সকাল ১০ টায় কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে নীলুফা ইয়াসমিন লিটা ও নিপুর দল জাতীয় সংগীত পরিবেশন করেন। এর পর পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক মতিউর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরপর বক্তব্য রাখেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র বন ও পরিবেশ মন্ত্রনালয়ের অতিঃ সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী।

add-content

আরও খবর

পঠিত