নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে এন এ এন টিভির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ আলোচনা সভা। ৮ই মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এন এএন টিভির বর্ধিত অংশ ও অপূর্ব টাওয়ারের তৃতীয় তলায় অনুষ্ঠিত নতুন কার্যালয়ে দীর্ঘ সময় চলে এই আলোচনা সভা। আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ দিনে বিশেষ আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি কর্তৃক শুভ উদ্বোধন ঘোষণা করা হয় একটি নতুন নারী সংগঠনের। যার নাম নবান্ন নারী ফাউন্ডেশন।
নতুনভাবে আত্মপ্রকাশ করা এই নারী সংগঠনের মহাসচিব এবং এন এ এন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয়। তার বক্তব্যে তুলে ধরেন এর লক্ষ্য উদ্দেশ্য তথা কর্মপরিকল্পনা। সাবিহা মুবাশশির নিলয় এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আজমী আরা পারভীন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন এর নবনির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার ফেরদৌস আরা অনা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারায়ণগঞ্জ এর ডে কেয়ার অফিসার সাবিকুন নাহার, রং মেলা নারী কল্যান সংস্থার সফল নারী সংগঠক সাবিরা নিলা, স্বপ্নজয়ী নারী কল্যাণ সংস্থার চেয়ারম্যান জয়িতা জয়ী শফুরা বেগম এবং অপর জয়িতা প্রাপ্ত নারী নেত্রী ইশরাত জাহান রীমাসহ বিভিন্ন নারী উদ্যোক্তারা।
এনএএন টিভির চৌকষ সাংবাদিক ও উপস্থাপক আহমেদ শরীফ পারভেজ এর প্রাণবন্ত সঞ্চালনায় নারী দিবসের এই বিশেষ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে নারীদের অগ্রযাত্রায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের সভাপতি এ এইচ এম চৌধুরী মোহাম্মদ ফারুক শাহেদ এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি ও এনএএন টিভির নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু।
সর্বশেষে এনএএন টিভির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন রিকু সহ সকল অতিথিদের সাথে নিয়ে কেক কেটে নবান্ন নারী ফাউন্ডেশনের দ্বার উন্মোচিত করেন মহাসচিব সাবিহা মুবাশশির নিলয় ও প্রধান অতিথি আজমী আরা পারভীন।