নারায়ণগঞ্জ বার্তা ২৪ (আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুকুর খননকালে রাইফেলের পরিত্যক্ত অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে টেকপাড়া এলাকায় বারেক ভূঁইয়ার পুকুর খননকালে ওই অংশ বিশেষ দেখতে পায় মাটি কাটার শ্রমিকরা। পরে পুলিশকে জানালে এটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
এদিকে পুকুর থেকে রাইফেলের বার্ট উদ্ধারের খবর পেয়ে আশপাশের শত শত লোক ঘটনাস্থলে ভীড় করেন। পুকুর থেকে রাইফেলের অংশ বিশেষ উদ্ধারের খবর পেয়ে আশপাশের শত শত লোক ঘটনাস্থলে ভীড় করেন।
স্থানীয়দের মধ্যে অনেকেই জানান, রাইফেলের অংশ বিশেষটি দেখে মনে হচ্ছে এটি ব্রিটিশ আমলের। তবে কে বা কারা এটি পুকুরের পানিতে ফেলেছে তা বলা যাচ্ছে না।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, রাইফেলের বার্ট দেখে মনে হচ্ছে অনকে পুরোনো। বিষয়টি তদন্তনাধিন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাইফেলের অংশ বিশেষটি কে বা কারা এখানে ফেলেছে তা তদন্ত করে বলা যাবে। তবে মনে হচ্ছে এটি দীর্ঘদিন আগে ফেলা হয়েছে।