নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ ৩০ জুলাই শনিবার চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ২ টায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু নেতাকর্মীদের আহবান করে বলেন, বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এই বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির সহ সভাপতি এ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি সামসুজ্জামান দুদু।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটু, সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে সকল নেতাকর্মীদের আহবান করবো আপনারা সবাই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করুন।