নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : আজ ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) মুছাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলটি প্রধান বক্তা হিসেবে আর্ন্তজাতিক ইসলামী ইউনিভার্সিটি মালয়েশিয়ার পি.এইড.ডি গভেষক মিজানুর রহমান আল-আযহারী সাহেব উপস্থিত থাকবেন। এ উপলক্ষ্যে মাওলানা মিজানুর রহমান আল-আযহারীকে স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করছে মাহফিলের আয়োজনকরা।
অপরদিকে বন্দরে মাওলানা মিজান আযহারীর আগমন নিষিদ্ধ ঘোষণা করার লক্ষ্যে সুন্নি জামায়াতের নেতৃবৃন্দরা গত ১৭ ডিসেম্বর বন্দর প্রেসক্লাবের সামনে বন্দর বাসীর ব্যানারে মাওলানা মিজান আযহারীকে বন্দর থানাতে নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সময় তারা ঝাড়ু মিছিলও করেন।
মুছাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ২দিন ব্যাপী মাহফিলটির আয়োজন করা হয়। নয়াগাও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাখাওয়াত হোসেন সাকার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাকসুদ হোসেন।
আয়োজকদের মো. মুহাসিন জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও অনুমতি নেওয়া হয়েছে। আমাদের কেউ কিছু বলেনি। এখানে সকল ব্যবস্থাই ভালো ভাবে চলছে।
এ বিষয়ে বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন,ওয়াজ মাহফিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য অফিসিয়াল ভাবে অনুমতি চেয়েছি, এখনও সিদ্ধান্ত আসেনি।