আজ ফতুল্লায় মঞ্চস্থ হবে ফুলজান সমাচার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ২৫ডিসেম্বর  সোমবার বিকেল সাড়ে ৩টায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক (ফুলজান সমাচার) নাটক রাত আট টায় মঞ্চস্থ হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম, সাইফ উল্লাহ বাদল । মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বক্তাবলী ইউনিয়ন চেয়ারম্যান এম,শওকত আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আসাদুজ্জামান আসাদ, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং সভাপতি আলহাজ্ব মীর মোজ্জামেল আলী।

সমাজ সেবক হামিদুর রহমান চৌধুরী, সমাজ সেবক আলহাজ্ব কাজী আব্দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক ফতুল্লা জেনালে হাসপাতাল ও ডায়াগস্টিক সেন্টার মো. রাফিউল হাকিম মহিউদ্দিন, প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি এম,এ,সামাদ মতিন, সাবেক সভাপতি হাজী সৈয়দ ওবায়দ উল্লাহ ,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন, ছাত্রলীগ সভাপতি আবু মোহাম্মদ শরিফুল হক, আলহাজ্ব জামাল উদ্দিন সবুজ, অগ্রবানী প্রতিদিনের  ব্যবস্থাপনা সম্পাদক হাজী রহমত উল্লাহ, রনজিৎ মন্ডল, শাহজাহান ভূইয়া,শিবুদাস সহ আরো অনেকে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি রনজিৎ মোদক । অনুষ্ঠান পরিচালনা করবেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এ,আর, কুতুবে আলম ও সাবেক সমাজ কল্যান সম্পাদক মোখলেসুর রহমান তোতা ।

এ নাটকটি প্রযোজনায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাব । ফরিদ আহম্দে দুলালের রচিত ফজলুল হক পলাশের পরিচালানায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক (ফুলজান সমাচার) ফতুল্লা বাজার ডি আই টি মাঠে রাত আটটায় মঞ্চস্থ হবে । সার্বিক তত্তাবধানে থাকবেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান। এ নাটকের যারা অভিনয় করবেন, এরা হলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, যুগ্ম সম্পাদক এ,আর ,কুতুবে আলম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সুজন,দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন মৃধা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী,কার্যকরী সদস্য আনোয়ার হোসেন সজীব,নাটকের পরিচালক ফজলুল হক পলাশ,শক্তিমান অভিনেতা মো.মহসীন,আসাদুজ্জামান আসু,এ্যাড. মো.নজরুল ইসলাম মাসুম,নিলয়, নারী চরিত্রে সোমা আক্তার, রিতু আক্তার, ফুলজান এর চরিত্রে অভিনয় করবেন, লাস্যময়ী নায়িকা হেলেনা আক্তার। শিল্পী নির্দেশনায় থাকবেন নাজমা বেগম । রূপ সজ্জায় থাকবেন আ.মতিন।নৃত্য পরিচালনায় থাকবেন তোফাজ্জল হোসাইন ,আরমান ।

add-content

আরও খবর

পঠিত