আজ নারায়ণগঞ্জে আসছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নতুন ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করার জন্য প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলায় আসছেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ। শনিবার ৩০ জুলাই  একই সাথে ৮টি জাতীয় ভিত্তিক ব্যবসায়ী সংগঠন ও ৩৩টি জেলা ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে পরিচালিত নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর নিজস্ব ৭ম তলা ভবনের শুভ উদ্বোধন ও নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ নিজস্ব অত্যাধুনিক ১০ তলা ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হবে। দিনটিকে স্মরনীয় করে রাখতে ইতোমধ্যে সংগঠন দুটির পক্ষ থেকে ব্যাপক আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে  শেষ হয়েছে। প্রথমেই সেলিম ওসমান তার সহধর্মিনী মিসেস নাসরিন ওসমানকে সাথে নিয়ে উদ্বোধন হতে যাওয়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের চাঁনমারিতে অবস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর নিজস্ব ৭তলা ভবনের প্রস্তুতি পরিদর্শন করেন।পরে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকায় বিকেএমইএ নিজস্ব জমিতে নির্মান হতে যাওয়া ভবনের স্থান পরির্দশন করেন। পরে তিনি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রুটের অক্টোঅফিস এলাকায় একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আয়োজিত মত বিনিময় সভা স্থল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হক, নব নির্বাচিত সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিতোষ কান্তি সাহা, পরিচালক আরিফ দিপু,ফারুক বিন ইউসুফ পাপ্পু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত