আজমেরী ওসমানের সহধর্মিণী জয়ার আজ শুভ জন্মদিন

নারায়ণগঞ্জ বার্তা :  আজকের  এই  দিনে জন্ম হয়েছিলো নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত এমপি জননেতা আলহাজ্ব নাসিম ওসমান ও ওনার স্ত্রী পারভীন ওসমানের একমাত্র তনয় আজমেরী ওসমানের  সহধর্মিণী সাবরীনা ওসমান জয়া। ১০ ই নভেম্ভর রাজধানী ঢাকায় জন্মগ্রহন করেন তিনি। ২০০৯ সালের ২৭ ই সেপ্টেম্বর আজমীরী ওসমানের সাথে বিবাহ বন্ধনে  আবদ্ধ হন সাবরীনা ওসমান জয়া। নারায়নগঞ্জের ঐতিহ্যবাহী এই পরিবারের একজন সদস্য হয়ে নিজেকে সকলের সাথে সর্ম্পক বজিয়ে রেখে সাবরীনা ওসমান জয়ার নিধারুন এই শুভ পথচলা।

আজকের এইদিনেই রাজকুমার আজমেরী ওসমানের সহধর্মণী সাবরীনা ওসমান জয়া তার বাবা মায়ের সংসারকে আলোকিত করতে পৃথিবীতে আসেন ।

গত কয়েক বৎসর আগে আজমেরীও জয়ার শুভ পরিণয় হয় এরপর তাদের সংসার জুড়ে ফুট ফুটে ছেলে সন্তানের আগমন ঘটে। যার নাম রাখা হয়েছে আলিফ ওসমান । নাসিমপুত্র আজমীরী ওসমানের উজ্জল ভবিষ্যত ও সাফল্য কামনা করে জন্মদিনের শুভেচ্ছা ও অভিন্দন সহ র্দীঘায়ু কামনা করছি আমরা নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও সম্পাদক : সৈয়দ সিফাত আল রহমান লিংকন, এক্সিকিউটিভ এডিটর : মাহমুদ হাসান কচি,  সাব এডিটর সৈয়দ রিফাত আল রহমান সহ পরিবারের সদস্যরা।

জন্মদিন, শুভ জন্মদিন !!
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে আপনাকে অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার
বাতাসে সুবাসিত কলরব,
আপনাকে নিয়েই মাতামাতি আজ
আপনার জন্যই সব !
জীবনকে উৎসর্গ করুন মানুষের তরে,
পৃথিবীকে করুন ঋণী,
গাইবে সবাই  আপনারই জয়গান
রাখবে মনে চিরদিনই।
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
আপনার  জন্মদিন !
জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন !!!

add-content

আরও খবর

পঠিত