নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : পবিত্র রমজান মাসের রোজা শুরু হচ্ছে আগামী ৭ মে থেকে। ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যেই সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। সে অনুসারে ৬ মে দিবাগত রাতে হবে প্রথম সেহরি।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, আগামী ৬ মে রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতে সেহরি খেয়ে ৭ মে মঙ্গলবার থেকে রোজা রাখতে হবে।
ইফা জানায়, সেহরির শেষ সময় হবে রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতারের সময় হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। বাংলা ক্যালেন্ডারের হিসেবে রোজা শুরু হবে বৈশাখ মাসের ২৪ তারিখে। ৩০ রমজান হিসেবে চলবে জ্যৈষ্ঠ মাসের ২২ তারিখ পর্যন্ত। রমজান মাস পূর্ণ ৩০ দিনের হলে অর্থাৎ রোজা ৩০টি হলে ঈদুল ফিতর আগামী ৬ জুন হওয়ার কথা রয়েছে।