আগামী ১৬ জুলাই গাজী ইভেন্ট এর ঈদ মেলার শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ( সৈয়দ রিফাত আল রহমান ) : পবিত্র ঈদুল আযহা-২০১৯ কে সামনে রেখে নারায়ণগঞ্জে হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী ঈদ মেলা। আগামী ১৬ জুলাই মঙ্গলবার শহরের দ্যা গ্র্যান্ড হল অভিজাত রেস্টুরেন্টের ৭ তলায় (লিফট-৬) এ ঈদ মেলার আয়োজন করা হয়েছে। গাজী ইভেন্ট প্লানার এর উদ্যোগে বিকাল ৫টায় ৩ দিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর সহধমির্নী পারভীন ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর পুত্রবধু সাবরিনা ওসমান জয়া ও আরহাম ওসমান আলিফ।

এ ঈদ মেলাটি আগামী ১৬, ১৭, ১৮ জুলাই সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সকল শ্রেণীর মানুষের জন্য উন্মোক্ত থাকবে।

এছাড়াও মেলায় আমন্ত্রিত ব্যাক্তিবর্গ ও শুভাকাঙ্খীদের জন্য আরো যা থাকছে- ফ্রি ফটোশুট (৩ দিন), ১৭ জুলাই মেলার ২য় দিন থাকবে ব্রাইডাল শো এবং মেলার ৩য় দিন ১৮ জুলাই কনসার্টে উপস্থিত থাকবেন বর্তমানের জনপ্রিয় সংগীত শিল্পী শাহরিয়ার রাফাত।

এই জনপ্রিয় শিল্পী কে এর আগেও নারায়ণগঞ্জ এর সরকারি তোলারাম কলেজ এর নবীন বরণ অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানে তিনি তার সুরের মোহনায় ভক্তদের মাতিয়ে গিয়েছিল। এই শহরে রয়েছে তার অসংখ্য ভক্তবৃন্দ। সকল ব্যাক্তিবর্গ ও শুভাকাঙ্খীবৃন্দ সহ জনপ্রিয় সংগীত শিল্পী শাহরিয়ার রাফাত ভক্তবৃন্দকে ৩ দিন ব্যাপী এই ঈদ মেলায় আসার আমন্ত্রণ জানিয়েছে গাজী ইভেন্ট।

গাজী ইভেন্ট প্লানের আয়োজনে ঈদ মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে : নারায়ণগঞ্জ বার্তা ২৪। সাপর্টিং গ্রুপ : গার্লস নেটওয়ার্ক ও গার্লস ইউনিটি অফ নারায়ণগঞ্জ।

add-content

আরও খবর

পঠিত