নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : নারায়ণগঞ্জ কলেজের নবীন বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮ আগামীকাল ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় নারায়ণগঞ্জ ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়াম সংলগ্ন এ কে এম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের নবীন বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নবীন বরণ উৎসবে মুন্নার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান আর বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান।
এ বছরের নবীন বরণ আয়োজিত উৎসব অনুষ্ঠানটি নানা কর্মসূচী মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সকাল ৯ টা থেকে শুরু হবে আর চলবে সারা দিন ব্যাপী ।
এ ছাড়াও নবীন বরণ উৎসব আয়োজন অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের কলেজ থেকে সংগ্রহীত টোকেন বা কুপন কার্ড ছাড়া প্রবেশ করতে পারবে না।
তাছাড়াও নারায়ণগঞ্জ কলেজের নবীন বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক শিক্ষার্থীদের কলেজ থেকে সংগ্রহীত টোকেন বা কুপন কার্ড নিয়ে নবীন বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করতে হবে বলে জানা যায়।