আওয়ামীলীগের কোনও কর্মী যখন ব্যাথা পায় তখন হৃদয়ে লাগে- সৈয়দ আশরাফুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪  (সৈয়দ সিফাত আল রহমান): সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদনক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আবেগ্লাপুত হয়ে বলেন, আওয়ামীলীগের কোনও কর্মী যখন ব্যাথা পায় তখন তা নিজের হৃদয়ে ব্যাথা লাগে। আমি দুবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। শেখ হাসিনার উপদেশে দলকে পরিচালনা করেছি। তখন দলে কোনও ভাঙন ধরেনি, কোনও দ্বিধা সৃষ্টি হয়নি।

শনিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, যেকোনও সময় থেকে আওয়ামী লীগ এখন শক্তিশালী। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সেই রক্তের তাজুদ্দিন, মনসুর সাহেব থেকে শুরু করে অনেকেকে হত্যা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়নি। কেউ কোনও দিন পারবেও না। আওয়ামী লীগের মতো এত আত্মত্যাগ আর কোনও রাজনৈতিক দলের মধ্যে নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনও শক্তি নেই আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে।

তিনি সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, যাবে। তার নেতৃত্বেই এই বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশে পরিণত হবে।

এরআগে সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এরপর সকাল ১০টা ১২ মিনিটে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত