নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য রক্তের প্রয়োজন৷ কখনও কোথাও গণতন্ত্র রক্ত ছাড়া পুনুরুদ্ধার হয় নাই৷ দেশনেত্রীও গণতন্ত্রের প্রতীক, তাকে পুনুরুদ্ধার করতেও রক্ত দিতে হবে৷ সেই রক্ত বিসর্জনে আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদল এগিয়ে থাকবো৷
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধনে তিনি এসব কথা বলেন৷ বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি বিক্ষোভ মিছিলও করে মহানগর যুবদলের নেতৃবৃন্দ৷
মানববন্ধনে খোরশেদ বলেন, এই আওয়ামী লীগ সরকারের রন্ধ্রে-রন্ধ্রে দুর্নীতি, মদ, জুয়া, ক্যাসিনো৷ এই ঢাকার শহর মসজিদের শহর হিসেবে পরিচিত ছিল৷ কিন্তু এই আওয়ামী লীগ সরকার ঢাকাকে ক্যাসিনো ও জুয়ার শহরে পরিণত করেছে৷ বাংলাদেশের এমন কাজ নেই যেখানে দুর্নীতি নাই৷
তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দী করার মাধ্যমে সারা বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করে রেখেছে৷ যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হয় তবে অবশ্যই নেত্রীকে মুক্ত করতে হবে৷ তবে ফুটপাতে দাড়িয়ে মানববন্ধন করে, বিবৃতি দিয়ে, ইনডোর আলোচনা সভা করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না৷
বিএনপি নেতাকর্মীদের সমালেচনা করে মহানগর যুবদলের সভাপতি বলেন, মুখে মুখে বক্তৃতা দিয়ে বিএনপি না করে মাঠে নামতে হবে৷ বিএনপির নেতা হিসেবে বক্তৃতা দেই, দলবাজি করি কিন্তু ব্যক্তিগতভাবে আমি নিজেকে ঘৃনিত ও লজ্জিত মনে করি৷ যার জন্য পরিচয়, যিনি নেতা বানালেন তিনি আজকে জেলে কিন্তু আমরা লবিং-গ্রুপি, পদ-পদবী নিয়ে মত্ত৷ আমরা রাস্তায় নামতে ভয় পাই, দশ ফুট বাই দশ ফুট এসি রুমের মধ্যে দেশ স্বাধীন করি৷ এগুলো বন্ধ করে মাঠে থাকতে হবে৷
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব ধরণের কর্মসূচিতে পুলিশসহ যেকোন বাধাকে উপেক্ষা করে রাজপথে থাকবেন বলে সকল নেতাকর্মীকে নিয়ে শপথ করেন খোরশেদ৷
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের এক টাউট, বাটপার নিজে নেতা হওয়ার জন্য তারুণ্যের প্রতীক তারেক রহমানের বিরুদ্ধে একটি ভুয়া মামলা দায়ের করেছে৷ আমরা ওই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷
এ সময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন, মহানগর যুবদল নেতা আমির হোসেন, জুয়েল হোসেনসহ মহানগর যুবদলের নেতাকর্মীবৃন্দ৷