নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মেয়র সেলিনা হায়াত আইভীকে দেখতে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে আইভীকে দেখতে ল্যাবএইড হাসপাতালে যান তিনি। ওবায়দুল কাদের কিছুক্ষণ তার পাশে অবস্থান করেন ও চিকিৎসার খোঁজখবর নেন।
চিকিৎসক বরেন চক্রবর্তী বলেন, আইভীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। উনার ব্রেইনে হ্যামারেজ হয়েছে।
ফুটপাতে হকার বসা নিয়ে নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে- ওবায়দুল কাদেরের এই মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন কোনও কথা বলবো না।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক ও মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য মেয়র সেলিনা হায়াত আইভী নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার ১৮ জানুয়ারি তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।