আইপিএলের জুয়ায় আসক্ত যুব সমাজ, জরুরি হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার যুব সমাজ আইপিএল জুয়ায় আসক্ত হয়েছে পড়েছে। কৃষক, শ্রমিক, ছাত্র, তরুনসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা জড়িয়ে পড়ছে এ জুয়ায়। প্রতিটি পাড়া মহল্লায় আইপিএল উপলক্ষে জুয়ার আসরে উড়ছে লাখ লাখ টাকা। মাদকের মত আইপিএল জুয়ার ছোবল এখন বন্দরে সর্বত্র স্থানে। এ খেলায় অনেকে বাজি ধরে নি:স্ব হয়ে পড়েছে। সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি।

জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের শুভকরদী, আলীসারদী, কলাগাছিয়া বাজার, মহনপুর, মিয়ারবাগ, জেলেপাড়া, বুরুন্দী, ঘারমোড়া, আলীনগর, হাজীপুর, কল্যান্দী, আদমপুর, রস্তমপুর, সাবদী। বন্দর ইউনিয়ন পরিষদের বন্দর কলাবাগ, পুরান বন্দর চৌধূরী বাড়ী, কুশিয়ারা, তিনগাও, পদুঘর, ওলাক, বিবিজোড়া। ধামগড় ইউনিয়ন পরিষদের, নয়ামাটি, ভাংতি, মালিভিটা। মুছাপুর ইউনিয়ন পরিষদেরে পিচ কামতাল, লাঙ্গলবন্ধ, মদনপুর  ইউনিয়ন পরিষদের, চিড়াই পাড়া, মুরাদপুর, দেওয়ানবাগ, ফুলহর এলাকা ও সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে বিভিন্ন  পাড়া মহল্লায় জমে উঠে ক্রিকেট জুয়ার আসর এবং চলছে দুপুর থেকে রাত পর্যন্ত।

এ ব্যাপারে বন্দরের বাসিন্দা মফিজুল ইসলাম জানায়, আইপিএল জুয়ার আসর জমে উঠার কারণে বন্দরে আইন শৃঙ্খলা মারত্মভাবে অবনতি ঘটছে। জুয়া খেলায় জয়-পরাজয় নিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকায় ক্রিকেট জুয়ারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত-এ-খুদা ও বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বন্দর উপজেলার সচেতন জনগণ।

add-content

আরও খবর

পঠিত