নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : আজ ( বৃহস্পতিবার ২৪ জানুয়ারি ) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ। ইতোমধ্যেই শেষ হয়েছে ভোট গ্রহণের সকল প্রস্তুতি। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। আইনজীবীদের এ নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের দুইটি প্যানেল। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা বেছে নিবেন (২০১৯-২০ বর্ষ) আগামী দিনে আইনজীবীদের ভবিষ্যৎ। তাই অপেক্ষয়মান সকলের মাঝেই উৎসাহ উদ্দিপনা প্রধান দুই রাজনৈতিক দলের কারা ভোট যুদ্ধে লড়াই শেষে পড়ছেন বিজয়ের মালা।
( বুধবার ২৩ জানুয়ারি ) সরেজমিনে দেখা গেছে, নির্বাচনী আমেজে সাজ সাজ রব আদালত প্রাঙ্গন। দলমত থাকলেও দুইদলের সমর্থিতদের মধ্যে রয়েছে ব্যপক আন্তরিকতা। দুই প্রান্তে বসানো দুইটি প্যানেলের নির্বাচনী ক্যাম্প। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতদের ১৭টি পদে ১৭ জনই অংশ নিয়েছে। তবে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রেন্ট থেকে শেষ মুর্হুতে এসে একজন প্রত্যাহার করায় এ প্যানেলে অংশ নিচ্ছে ১৬ জন প্রার্থী।
নির্বাচনের বিষয়ে আইনজীবী সমম্বয় পরিষদের সভাপতি পদ প্রার্থী হাসান ফেরদৌস জুয়েল বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হবে। আর আমরা নির্বাচিত হলে আইজীবীদের সকল উন্নয়নে কাজ করে যাবো। তাদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে প্রথম ধাপই হচ্ছে আইনজীবীদের জন্য ডিজিটাল বার ভবন নির্মাণ করা।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রেন্ট থেকে সভাপতি পদ প্রার্থী সরকার হুমায়ন বলেন, এ জীবনে আইনজীবী পেশায় এসেও অনেক হুমকি-দামকির সম্মূখীন হয়েছি। নির্বাচনে মনোনীত হওয়ার পর অনেকের অনেক ইঙ্গিতে হুমকি-দমকি পেয়েছি কিন্তু তাতে কোন লাভ নেই আমি এই হুমকি-দমকিকে তুয়াকা করিনা। নির্বাচন করছি বিপুল ভোটে জয়যুক্ত হবো এবং বিপক্ষ দল যাতে দুর্নীতি করতে না পারে সে বিষয়ে অবশ্যয় সজাগ ও সচেতন থাকবো।জানা গেছে, এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি হাসান ফেরদৌস জুয়েলকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়াকে সাধারণ সম্পাদক করে প্যানেল ঘোষণা করেছে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। এই প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে আলী আহম্মদ ভ্ইুয়া, সহ-সভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ পদে আবদুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদ পদে সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক পদে রাশেদ ভুইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে স্বপন ভুইয়া এবং কার্যকরী সদস্য পদে আনোয়ার হোসেন ভুইয়া, নুসরাত জাহান তানিয়া, মোহাম্মদ মশিউর রহমান, আব্দুল মান্নান ও হাসিবুল হাসান রনিকে মনোনিত করা হয়।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতি হিসেবে প্রার্থী হয়েছেন সরকার হুমায়ুন কবির, সেক্রেটারি হিসেবে আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম খান রেজা, সহ-সভাপতি পদে গিয়াসউদ্দীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহিদুর রহমান টিটু, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম মাসুম, আপ্যায়ন সম্পাদক পদে কায়সার আলম চৌধুরী টুটুল, লাইব্রেরী সম্পাদক পদে শারমীন আক্তার, ক্রীড়া সম্পাদক পদে শেখ আনজুম আহমেদ রিফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাসেল প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে আসমা হেলেন বিথি, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মোহাম্মদ রোকন উদ্দীন, কার্যকরী সদস্য পদে আহসান হাবিব ভুইয়া, সারোয়ার জাহান, আমিনুল ইসলাম, নাসরিন আক্তার ও ফজলুর রহমান ফাহিম। তবে ইতিমধ্যে বিএনপি প্যানেলের সদস্য প্রার্থী নাসরিন আক্তার তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়ন সংগ্রহের তারিখ ছিলো ৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী। যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে ১২ জানুয়ারী, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ১৫ জানুয়ারী। চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৬ জানুয়ারী এবং আগামী ২৪ জানুয়ারী হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার ৯২৮ জন। এর মধ্যে নারী ভোটার ২৬০ ও পুরুষ ভোটার ৬৬৮ জন।