আইনজীবী সমিতি নবনির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। ৪ ফেব্রুয়ারী রবিবার সকালে  জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে পূর্বের কমিটির সভাপতি এড. আনিসুর রহমান দীপু নবনির্বাচিত সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল সহ নতুন কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

এর আগে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলকে সাথে নিয়ে ২নং রেল গেইটের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জুয়েল-মহসিন সহ আওয়ামীলীগ সমর্থিত আইনজীবি সমন্বয় পরিষদের নির্বাচিত ৬ জন। এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শামছুল ইসলাম ভূইয়া, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, এড. মেরিনা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, এড. আলাউদ্দিন আহমেদ, এড. হাবিব আল মুজাহিদ পলু। এছাড়া উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম খান রেজা, সহ-সভাপতি আজিজ আল মামুন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ নুরুল আমিন মাসুদ, ক্রীড়া সম্পাদক আবুল বাশার রুবেল, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মাসুম, সমাজসেবা সম্পাদক শারমীন আক্তার, আইন ও মানবাধিকার সম্পাদক জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক সুমন মিয়া, লাইব্রেরী সম্পাদক ওমর ফারুক নয়ন কার্যকরী সদস্য-রাশেদ ভুইয়া, আব্দুল মান্নান, আমেনা আক্তার শিল্পী, রফিকুল ইসলাম আনু, আল আমিন সবুজ প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত