নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ৩রা ফেব্রুয়ারি রবিবার দায়িত্ব গ্রহন করবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি। বিদায়ী কমিটির সভাপতি এড. আনিসুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।
নতুন কমিটিতে দায়িত্ব নিচ্ছেন সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম খান রেজা, সহ-সভাপতি আজিজ আল মামুন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ নুরুল আমিন মাসুদ, ক্রীড়া সম্পাদক আবুল বাশার রুবেল, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মাসুম, সমাজসেবা সম্পাদক শারমীন আক্তার, আইন ও মানবাধিকার সম্পাদক জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক সুমন মিয়া, লাইব্রেরী সম্পাদক ওমর ফারুক নয়ন। কার্যকরী সদস্যরা হলেন-রাশেদ ভুইয়া, আব্দুল মান্নান, আমেনা আক্তার শিল্পী, রফিকুল ইসলাম আনু, আল আমিন সবুজ।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০১৮-১৯ইং) বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রার্থী এড. জহিরুল ইসলাম ও এড. আব্দুল হামিদ খান ভাষানীকে পরাজিত করে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী এড. হাসান ফেরদৌস জুয়েল ও এড. মোহসীন মিয়া।