আইএসপিবিকে নারায়ণগঞ্জ আইএসপির স্বারকলিপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশের ছোট বড় অনেক ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান রয়েছে। এই সেবা দাতারাই ডিজিটাল বাংলাদেশ এর কারিগর। হঠাৎ করেই সারাদেশে এই সেবাটাকে হুমকির মুখে ফেলতে পায়তারা শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে সমাজের কিছু বখাটে ছেলেদের দৌরাত্য। আবার রাজনৈতিক পরিচয়েও সেবা দাতাদের দেয়া হচ্ছে হুমকি ধমকি। যা ডিজিটাল বাংলাদেশকে অগ্রগতির পথে বাধা হয়ে দাড়িয়েছে।

এ সন্ত্রাসী কার্যকলাপ শুধু রাজধানীর ঢাকাতেই সীমাবদ্ধ নয়। এর বিস্তৃতি এখন দেশব্যপী। চট্টগ্রামের শহরে হঠাৎ করেই শুরু হয়েছে সন্ত্রাসী কার্যকলাপ যা চট্টগ্রামএর ইন্টারনেট সেবাকে ব্যাহত করেছে। েএরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও শুরু হয়েছে সেই ২০১৬ সালের অকটোবার থেকেই। এখানে একযোগে জিরো টেক, প্রগতি আইটি সহ অনেকের নেটওয়ার্ক এর যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে তারা জোর করেই অবৈইধভাবে নতুন সংযোগ স্থাপন করে।

অনেক দিন পর আবার এ চক্রটি সক্রিয় হয়েছে। তারা আন্তরংগ ডটকম, প্রগতি আইটি, আরডিসি অনলাইন ও থ্রি জি পয়েন্ট কে ফোনে ও সরাসরি হুমকি প্রদান করে ফতুল্লা এলাকার নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে।আইএসপিরা রাজি না হওয়ায় তাদের থেকে চাঁদা দাবী করে যা আইএসপিরা অসম্মতি জানিয়েছেন।

এ বিষয়ে অবগত করার জন্য ফতুল্লা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তথা নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আইএসপিএবি এর সভাপতি জনাব আমিনুল হাকিম ও সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক এর উপস্থিতিতে স্বারকলিপি প্রদান করে।এছাড়াও পুলিশ সুপার কে চিঠি দিয়ে অবহিত করবেন প্রয়োজনে তার সাথে সশরীরে দেখা করবেন বলে আইএসপিএবি এর সভাপতি সবাইকে সহযোগিতার আশ্বাস দেন এবং তিনি বিআরটিসি, আইন শৃঙ্খলা বাহিনী তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কে অবগত করবেন এবং প্রয়োজনে তারা নারায়ণগঞ্জএ আসবেন পুলিশ সুপার কে সশরীরে অবহিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আইএসপি সোসাইটির সভাপতি মো. শাহজাহান, সেক্রেটারি মো.আরিফ হাসান, মুরাদ, রাজিব, মীর বরকত, মো. সুজন, কামাল সহ অন্নান্য আইএসপি প্রতিনিধিবৃন্ধ।

add-content

আরও খবর

পঠিত