অয়ন ওসমা‌নের সুস্থতায় কমান্ডার গোপীনাথ দাস স্মৃ‌তি সং‌ঘের প্রার্থনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রি‌পোর্টার ) : নারায়ণগঞ্জ- ৪ আস‌নের সংসদ সদস‌্য শামীম ওসমা‌নের পুত্র অয়ন ওসমা‌নের দ্রুত রোগমু‌ক্তি ও সুস্থতা কামনায় শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ ম‌ন্দি‌রে প্রার্থনা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। র‌বিবার (২৫ সে‌প্টেম্বর) সন্ধা ৬টায় চাষাড়ায় বীর মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস স্মৃ‌তি সং‌ঘের আহ্বায়ক সঞ্জয় কুমার দা‌সের উ‌দ্যো‌গে এ প্রার্থনা সভা অনু‌ষ্ঠিত হয়। প্রার্থনা সভার সভাপ‌তিত্ব ক‌রেন বীর মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস স্মৃ‌তি সং‌ঘের প্রধান উপ‌দেষ্টা মদন মোহন দাস।প্রার্থনা সভায় অয়ন ওসমা‌নের দ্রুত রোগমু‌ক্তি সহ ওসমান প‌রিবা‌রের সকল সদস‌্যদের সুস্বাস্থ কামনা করা হয়।

এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস স্মৃ‌তি সং‌ঘের সদস‌্য সচীব কৃষ্ণা আচার্য‌্য, সদস‌্য রা‌জিব ভৌ‌মিক, প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার গোপীনাথ দাসের ক‌নিষ্ঠ পুত্র রাজু দাস, শাহজাহান গাজী, রাজীব দেব, চয়ন দাস, প্রণব দাস, বিজয় র‌বি দাস, সবুজ মজুমদার, ১৬ ও ১৮ নং ওয়ার্ড পূজা উদযাপন প‌রিষদ আহ্বায়ক ক‌মি‌টির নেতৃবৃন্দ।

জানা গে‌ছে, রাজধানী ঢাকার একটি বেসরকা‌রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন অয়ন ওসমান। সেখা‌নে দীর্ঘ প্রায় ৫ ঘন্টা ব্যাপি অস্ত্রোপচারের (সার্জারি) পর চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন। এর আ‌গে পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

add-content

আরও খবর

পঠিত