অয়ন ওসমানের পক্ষে মহানগর ছাত্রলীগের বিশাল র‌্যালী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে অয়ন ওসমানের পক্ষে মহানগর ছাত্রলীগের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে । বুধবার ১৭ই মে বিকেলে র‌্যালীটি সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হয়ে ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে মহানগর আওয়ামীলীগের মূল মিছিলে অংশ নেয়। এসময় নানা রঙ বেরঙের ব্যানার, ফেস্টুন ও নিশান হাতে নিয়ে ছাত্রলীগের কর্মীদের অংশগ্রহনে মূল মিছিলটি আরও প্রাণবন্ত হয়। মূল র‌্যালীটি দলীয় কার্যালয় থেকে শুরু করে মন্ডলপাড়া পুল হয়ে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হলে ছাত্রলীগের র‌্যালীটি সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ গিয়ে শেষ করে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহবায়ক ও সরকারী তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিববুর রহমান রিয়াদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দু, কেন্দ্রীয় ছাত্রলীগের উপতথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগ নেতা কাউসাার আহমেদ, শুভ রায়, আসাদুজ্জামান, বাপ্পি, শান্ত, জিতু, রাকিব, সাগর, সাকিব, জিসান, লিয়ন, রাসেল, রবিন বিশাল, বাবু, ওয়াসিম, অয়ন, মেহেদী, ফরহাদ, প্রিন্স, নজিব, সভ্য, পরশ, তোফা, রবিন, আইন কলেজের ভিপি এম. এম হাসান, জিএস আমজাত হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জুয়েল, প্রান্ত, বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত