অস্ত্র মামলায় র‌্যাবের হাতে রিংকু গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র মামলায় মো. আবু তাহের রিংকু নামে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ১২ই মার্চ শনিবার ফতুল্লা মডেল থানাধীন পুলিশ লাইন এলাকায় অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

১২ই মার্চ শনিবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. আবু তাহের রিংকুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১টি অস্ত্র মামলা রয়েছে, যার মামলা নং-৭৭(১০)১৪, ধারা-অস্ত্র আইন, ১৮৯৮ এর ১৯ (এফ), রিসিভ নং-১৪০৭/২১। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত