নারায়ণণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে অস্ত্র, গুলি, জঙ্গীবাদী বই ও লিফলেটসহ জেএমবি ( সারোয়ার -তামীম গ্রুপের ) ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় জেলা সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ঢকা কেরানীগঞ্জ থানার আবদুল রহমান রুবেল ওরফে সুফিয়ান(৩২) ময়মনসিংহ জেলা সদর থানা সৈয়দ রায়হানুল আহসান ওরফে নাসিফ (৩২),চাঁদপুর জেলা শাহরাস্তি থানার মোহাম্মদ ইমান হোসেন ওরফে রাশেদ ওরফে রফিক ওরফে আবু উমামা আল বাহিরী (২৭)। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি চাকু, জঙ্গীবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব ১১ প্রধান কার্যালয় আদমজীতে সংবাদ সম্মেলন করে র্যাব ১১ সিওই লেঃ কর্ণেল কামরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে র্যাব ১১ সিনিয়র এএসপি আলেপ উদ্দিনের নেতৃত্বে র্যাব এর একটি টিম জেএমবি (তামীম ও সারোয়ার গ্রুপের) ৩ সদস্য গ্রেপ্তার করা হয়েছে। তারা জেলার ও দেশের বিভিন্ন স্থানে হামলা, নাশকতার কারর পরিকল্পনা ছিলো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।