অস্ত্রসহ আটক ৫জন ৩দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর চাষাঢ়ায় পিস্তল, গুলি, ছোড়া সহ আটক ৫ জনকে ৩দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন, মো. বোরহান উদ্দিন সোহেল, হোসেন আলী রাজন, সৈয়দ হাবিব হায়দার বাবু, জাহাঙ্গীর হোসেন এবং সাজ্জাদুল হোসেন সাজ্জাদ।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক ৫ জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে বুধবার সন্ধ্যায় তাদেরকে উত্তর চাষাড়ার একটি চারতলা ফ্ল্যাট থেকে অস্ত্রসহ আটক হয়। তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১০টি তাজা গুলি ও ১০টি চাকু উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা তাদের মধ্যে সাজ্জাদুল হোসেন সাজ্জাদ মুন্সিখোলা চেকপোস্টে পুলিশকে গুলি করার ঘটনায় সম্পৃক্ত থাকতে পারেন। ওই ঘটনার সাথে জড়িতদের ভিডিও ফুটেজে তার মতো সাদৃশ্য দেখা গেছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, আমরা এখনও নিশ্চিত করিনি যে এই ব্যক্তিই সেদিনের ঘটনায় জড়িত। তবে, ভিডিও ফুটেজের সাথে আটক সাজ্জাদুল হোসেন সাজ্জাদের সাদৃশ্য পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে সে নিশ্চিত। আটক হয়েছে, আমরা যাচাই বাছাই করছি। খতিয়ে দেখবো তার অবস্থান সেদিন সেখানে ছিলো কিনা। এবং ভিডিও ফুটেজ ভালো করে নীরিক্ষা করে তারপর আমরা নিশ্চিত জানাবো।

অপরদিকে পাগলা মুন্সিখোলায় পুলিশ চেকপোস্টে পুলিশকে গুলি করার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তভার কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মজিবুর রহমান জানান, শোনা যাচ্ছে ডিবি এর হাতে আটক ৫ জনের মধ্যে একজনের মিল পাওয়া যাচ্ছে সেদিনের ঘটনায়। তবে আমি নিশ্চিত নই।

এছাড়াও তিনি জানান, যেহেতু আটক একজনকে পুলিশকে গুলি করার ঘটনায় সন্দেহ করা হচ্ছে সে মোতাবেক তাকে আমিও জিজ্ঞাসাবাদ করবো। জানার চেষ্টা করবো সে ওই ঘটনার সাথে সম্পৃক্ত আছে কিনা। আমাদের হাতে যেসব ফুটেজ আছে সেসবও খতিয়ে দেখবো তার সাথে মিল পাওয়া যায় কিনা।

add-content

আরও খবর

পঠিত