অভিনেতা তাপস পাল মারা গেছেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিনোদন ডেস্ক ) : ভারতীয় অভিনেতা তাপস পাল মারা গেছেন। মঙ্গলবার ভোররাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬১ বছর।

তাপস পালের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন তিনি। কথা বলা ও চলা–ফেরায় সমস্যা ছিল। ১ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করাহয়। গতকাল রাতে আবার অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। রাত ৩টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

২২ বছর বয়সে মুক্তি পায় তাপস পালের প্রথম ছবি দাদার কীর্তি। এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেনদর্শকদের। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে- সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা। সাহেব ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

বাংলার পাশাপাশি তাপস পাল অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছিলেন অবোধ ছবিতে।

add-content

আরও খবর

পঠিত