অভিনব কৌশলে মাদক পাচার কালে নারীসহ আটক-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা চুম্বকের সহায়তায় পাচার কালে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৮৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৫০০০ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব গনমাধ্যমকে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো,  মো. ফোরকান(২৮) ও মোছা. লায়লা বেগম(৪০)।

র‌্যাব জানান, ৩ ডিসেম্বর ভোরে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-১১ এর চেকপোষ্টে চট্রগ্রাম থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বিলাস বহুল ডাবল ডেকার এসি কোচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সময় তাদের নিকট থেকে ৮৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৫০০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানান, গ্রেফতারকৃত আসামী মো. ফোরকান(২৮) চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা চুম্বকের সহায়তায় বাসের সীটের তলায় সংযুক্ত করে কক্সবাজার থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। উল্লেখ থাকে যে, আইন শৃংখলা বাহিনীর নজর এড়াতে মো. ফোরকান মাদক পাচারে সহায়তা করার জন্য তার সাথে মোসা. লায়লা বেগম(৪০) কে সহযাত্রী হিসেবে নিয়ে আসে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত