নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জে যেসব গাড়ির সঠিক ও বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেয়া হচ্ছে।
তিনি শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান।
পুলিশ সুপার বলেন, সড়ক-মহাসড়কগুলোতে যানবাহন চলাচলে শৃংখলাবদ্ধ রাখা, দৃর্ঘটনামুক্ত ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য এ অভিযান শুরু হয়েছে।
এসময় যেসব গাড়ির লাইসেন্সধারী চালক এবং বৈধ কাগজপত্র ছিল তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
তিনি আরো জানান, জেলা পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন এবং রোভার স্কাউট সম্মিলিতভাবে যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পুঙ্খানুপুঙ্খভাবে চেক করছে। আঠারো বছরের নিচে কেউ গাড়ির লাইসেন্স পায় না। সুতরাং লাইসেন্স ছাড়া এবং অপ্রাপ্ত বয়স্করা কেউ গাড়ি চালাতে পারবে না। মহাসড়কে নিষিদ্ধ যানবাহন লেগুনা, নসিমন করিমন যেন মহাসড়কে চলতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশ কার্যকরি পদক্ষেপ গ্রহন করেছে। প্রতি শনিবার এই ট্রফিক ক্যাম্পেইন চলমান থাকবে বলে জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্যা তাসলিম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগের পরিদর্শক (টিআই) মোল্যা তাসলিম হোসেন জানান, গত আগস্ট মাসে জেলায় সড়ক মহাসড়কে অনিয়ম ও ফিটনেস বিহীন গাড়ি চলাচলের অভিযোগে ৪ হাজার ৫৯৯টি মামলা হয়েছে। এছাড়া জরিমানা আদায় করা হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।