অবৈধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে ২৫ জনকে জরিমানা ১২৫০০০

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুন্সিগঞ্জ জেলা পঞ্চসার থানাধীন এলাকায় অবৈধ কারেন্ট জাল উৎপাদন বেড়ে যাওয়ায় কারেন্ট জাল উৎপাদন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে র‌্যাবের অভিযানে ২৫ জনকে জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২রা জুন বুধবার দুপুর ২ থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন র‌্যাব-১১ এর সদস্যরা।

এ সময় অবৈধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে ২৫ জনকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং ৩০২৩৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে (যার আনুমানিক মূল্যা ৬০ লক্ষ ৮৭ হাজার টাকা)। অভিযানকালে কারেন্ট জাল উদ্ধার করে পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জরিমানাকৃত ব্যাক্তিরা হলেন : মো. হাফেজ (৩৫), সবুজ (৩৪), বাচ্চু মিয়া (৩৭), ইউসুূূফ মিয়া (৩২),  কবির হোসেন (৩৮), আমিনুল ইসলাম (২৭), ওমর ফারুক (৪৭), তহিদুল ইসলাম (৪২), মো. রিমন (৩৫), সেলিম (৩৪),  মো. মনির হোসেন (৫২), নিলুফা (৪০), শিরিনা (৩০), সফিয়া (৩২), রহিমা (২৭), সেলিনা (২৮) জাহানারা (৩৯), মিতু (৩৪),  মনিষা (৩৫), মহিমা (৩১), খাদিজা (৩৩), সেলিনা (৩৭),  মারিয়া (৩২), খাদিজা (৩১) ও হারিজ আলম (৪০)।

আজ ৩ই জুন বৃহস্পতিবার বেলা ৩টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো.সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, মুন্সিগঞ্জ জেলা পঞ্চসার এলাকায় অবৈধ কারেন্ট জাল উৎপাদন বেড়ে যাওয়ায় কারেন্ট জাল উৎপাদন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে ২৫ জনকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং ৩০২৩৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে (যার আনুমানিক মূল্যা ৬০ লক্ষ ৮৭ হাজার টাকা)। অভিযানকালে কারেন্ট জাল উদ্ধার করে পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

add-content

আরও খবর

পঠিত