অবশেষে বয়স্কভাতার কার্ড পেলো ৭৮ বছর বয়সী জীবন নেছা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলো ৭৮ বছর বয়সী জীবন নেছা। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জীবন নেছার হাতে বয়স্কভাতার কার্ড তুলে দেন।

রূপগঞ্জের চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের ৭৮ বয়সী জীবন নেছাকে স্থানীয় জনপ্রতিনিধির দাবীকৃত ৫ হাজার টাকা ঘুষ না দেয়ায় মেলেনি বয়স্কভাতার কার্ড। বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায়  সংবাদ প্রকাশের পর টনক নড়ে উপজেলার প্রশাসনের । বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জীবন নেছাকে বয়স্কভাতার কার্ড প্রদান করেন। জীবন নেছার একমাত্র মেয়েকে সরকারী খরচে গর্ভকালীন সেবা, আর্থিক অনুদানসহ দুগ্ধসেবনকালীন ভাতার ব্যবস্থা করেন উপজেলা প্রশাসন। জীবন নেছা  রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, রূপগঞ্জে সদ্য যোগদান করেছি। যে কোন অনিয়ম শুনলে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

add-content

আরও খবর

পঠিত