অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করায় গ্র্যান্ড হল রেস্টুরেন্টকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন চাষাড়ায় অভিজাত রেস্টুরেন্ট এ উচ্চ মাত্রায় শব্দযন্ত্রের ব্যবহার করে গণউপদ্রব সৃষ্টি করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন কাজে জড়িত থাকার দায়ে দি গ্র্যান্ড হল রেস্টুরেন্ট নামে প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ৭ই ফেব্রুয়ারি রবিবার বিকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নির্দেশক্রমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেদী হাসান ফারুক এর নেতৃত্বে ওই রেস্টুরেন্ট এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেস্টুরেন্টকে ৫০ হাজার ২শত টাকা জরিমানা আরোপ করে ম্যাজিস্ট্রেট। অভিযানকালে এসময় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের কর্মকতাবৃন্দ।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, উচ্চ মাত্রায় শব্দযন্ত্রের ব্যবহার করে গণউপদ্রব সৃষ্টি করায় দন্ডবিধি, ১৮৬০ এবং অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে রেস্টুরেন্টটি খাবার তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোট ৫০ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

add-content

আরও খবর

পঠিত