অপরাধ ও দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক কাজ করছে পুলিশ : এডি. এসপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদ পারভেজ বলেছেন, নারায়ণগঞ্জ জেলাটি ব্যবসায়ীক জোন হওয়ায় অনেক ভাসমান লোক এখানে থাকে, প্রায় এক কোটির বেশী লোক এখানে বসবাস করে। কিন্তু জনসংখ্যার তুলনায় পুলিশের জনবল খুবই কম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশের সংখ্যা বৃদ্ধি করার পরও পুলিশের জনবল প্রয়োজনের তুলনায় কম। তারপরও সীমিত এ জনবল দিয়ে যে কোনো অপরাধ ও দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক কাজ করছে পুলিশ।

ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ই ডিসেম্বর মঙ্গলবার সকালে ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের টানবাজারস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

জাহিদ পারভেজ বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এসোসিয়েশন হচ্ছে ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশন। নয়ামাটি, টানবাজার হচ্ছে অত্যন্ত প্রাচীন, পুরোনো একটি ব্যবসাকেন্দ্র। আপনাদের নিরাপত্তা নিশ্চিতের পুরো দায়িত্ব রাষ্ট্রের তথা বাংলাদেশ পুলিশের। আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো, তবে মূল কাজ করতে হবে আপনাদের তথা ব্যবসায়ীদের।

তিনি আরও বলেন, আপনারা এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন, কিন্তু জনবল কম থাকায় তা সম্ভব হচ্ছে না। কেননা ক্ষুদ্র এ জনবল দিয়েই পুলিশ বাহিনীর নিয়মিত কাজের পাশাপাশি জাতীয় ও স্থানীয় সকল দুর্যোগ মোকাবেলায় কাজ করতে হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদ পারভেজ বলেন, আপনারা ব্যবসায়ীরা এলাকাবাসীদের সাথে নিযে কমপক্ষে ৪/৫জন সিকিউরিটি গার্ড নিয়োগ করেন। সিকিউরিটি গার্ড থাকলে অপরাধ অনেকাংশে কমে আসবে এ এলাকায়। এর পাশাপাশি আমরাও আমাদের পুলিশ ফাড়ির কার্যক্রম আরো জোরদার করবো।

ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশেনের সভাপতি লিটন সাহার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এম সোলায়মান, আসলাম, আশু, ফারুকসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত