অন্যায় অত্যাচার থেকে মানুষ মুক্তি চায় : এরশাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ) : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, কে নির্বাচনে আসল কে আসল না আমরা তা পরোয়া করি না। জাতীয় পার্টি নির্বাচনমূখী দল। আর নির্বাচন ছাড়া দেশে সরকার পরিবর্তন করা সম্ভব নয়। তাই আমরা আগামী নির্বাচনে অংশ নেব।

একদল বলছে নির্বাচন হবে, আরেক দল বলছে আন্দোলন হবে, এই ঠেলা ঠেলির মধ্য দিয়ে দেশ আজ মহা সংকটে আছে, মানুষ শান্তিতে নাই, রাস্তায় লাশ পরে থাকে, মায়ের বুক খালি হচ্ছে, মানুষ ন্যায় বিচার পায় না, খুন হত্যা জুলুম ও অন্যায় অত্যাচার থেকে মানুষ মুক্তি চায় ।

রবিবার ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার নবীনগর সরকারি হাইস্কুল মাঠে জাতীয় পার্টি নবীনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। তিনি তার শাসনামলে বাংলাদেশে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে সরকারের সমালোচনা করে বলেন, ব্যাংক খালি, বাংলাদেশ ব্যাংকে চুরি হয়, মানুষের জান মালের নিরাপত্তা নেই, জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় না, সুষ্ঠ অবাধ নিরক্ষেপ নির্বাচন দিন, জাপা যে কোন মুহুত্তে নির্বাচনের জন্য প্রস্তুত, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি জাতীয় পার্টির ছিল, এটি আমি আবার ফেরত চাই। তিনি এসময় এ আসন থেকে জাপা এর মনোনীত প্রার্থী হিসাবে কাজী মামুনূর রশিদের নাম ঘোষনা তাকে জয়যুক্ত করার আহবান জানান।

জনসভায় প্রধান বক্তার ভাষণে  দলের মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা ধংশে বিশ্বাস করি না, উন্নয়নে বিশ্বাস করি, জনগনের অধিকার আদায়ে জাতীয় পাটি কাজ করে যাচ্ছে।

নবীনগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মো. মামুনূর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী, জেলা জাপার আহবায়ক জিয়াউল হক মৃধা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া এমপি, চেয়ারম্যানের প্রেসসেক্রেটারী সুনিল শুভ রায়, উপজেলা জাপার সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা, মাওলানা ইসলাম উদ্দিন এবং দলের স্থানীয় উপজেলা ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন ।

add-content

আরও খবর

পঠিত