নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হাজীগঞ্জ থেকে নবীগঞ্জ ফেরি ঘাটে কোনক্রমেই কমছেনা যাত্রীদের ভোগান্তি। কখনও যান্ত্রিক ত্রটির ফলে থেমে গেছে ফেরী, কখনও বা তীরে নেই যানবাহন। তাই অপেক্ষায় ঘন্টা পেরিয়ে গেলেও পল্টন ছাড়ে না ফেরী। দুটি ফেরী চলাচলের কথা থাকলেও একটি চলে তাহলে আরেকটি বন্ধ। নানা সমস্যায় র্জজড়িত ফেরী সার্ভিস নিয়ে বিপাকে পড়েছে যাত্রীরা। চরম দুর্ভোগ সহ্য করেই ফেরী পারাপার হতে প্রতিনিয়তই চ্যালেঞ্জের সম্মুখিন হচ্ছে চলাচলকারীরা। গত রবিবার এমন দুর্ভোগকে চ্যালেঞ্জ করেই ফেরী পারাপারে ব্যবহৃত পল্টনে পর্যন্ত গিয়ে পড়ে যায় এক ষাট বছরের বৃদ্ধ মহিলা ।
প্রতক্ষদর্শীদের কাছে জানা গেছে, ফেরী বিরানোর পরে নদীতে ভাসানো পল্টনটি ক্রেন এর সোহায্যে উঠানামা করা হয়। রবিবার রাতে কিছুটা বৃষ্টি থাকায় ট্রলারের উপস্থিতিও কম ছিল। এসময় ফেরীর পল্টনে এসে ব্যাটারী চালিত ইজি বাইক থেকে যাত্রীরা নেমে পড়লে সামনে হেটে ফেরীর কাছে এগুতেই একজন ঘাট র্উধ্ব বৃদ্ধ মহিলা পল্টনের ফাকা জায়গাটিতে পড়ে যায়। ঘাটে বিরানো পল্টনে কোন আলোর ব্যবস্থা নেই বলেই এ ঘটনা নতুন নয় বলে অভিযোগ করে যাত্রীরা।
এদিকে প্রতক্ষদর্শী অনেক যাত্রীই ক্ষোব্দ হয়ে জানায়, একঘন্টা ধরে ফেরী আসার অপেক্ষায় আছি। কিন্তু এর কোন দেখাই মিলছেনা। এরপর দেখা মিললে আশার আলো জ্বললেও, ফেরীতে যান্ত্রিক ত্রুটি থাকায় নদীর মাঝ র্পযন্ত পেরিয়ে তীরে বিরানো যাচ্ছিলনা। অনেকেই ওই সময় ট্রলার ডেকে এনে জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়ে। অতিরিক্ত যাত্রী তাড়াহুড়া করে নেমে পড়ায় সম্মুখিন হতে হয়েছিল বড় র্দূঘটনারও। ফেরীতে অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়তই আমরা ভোগান্তি পোহাচ্ছি। তবে কেউ কোন পদক্ষেপ নিচ্ছেনা।
আরো অভিযোগ রয়েছে, ভারী বর্ষণ ও বর্ষার পানি বৃদ্ধির ফলে ডুবে যাচ্ছে ফেরীতে উঠা নামার পথটুকু। ফেরির চলাচলের অব্যবস্থাপনায় বিরক্ত দুই পাড়ের মানুষ। ফেরির জন্য অপেক্ষা করতে করতে কর্মঘন্টা অপচয়ের ভয়ে অনেকেই পুরোনো পন্থাতেই নদী পারাপার হচ্ছেন। হাজীগঞ্জ থেকে নবীগঞ্জ ঘাটে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য তিনটি ফেরি রাখা আছে। সংখ্যায় তিনটি হলেও কার্যত চলাচল করে একটি। তাও সেটিকে নানা অযুহাতে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়।