অনূর্ধ্ব ১৫ স্কুল বালকদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ক্রীড়া পরিদপ্তর প্রণীত জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসাবে অনূর্ধ্ব ১৫ স্কুল বালকদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

গত ১২ই মার্চ শনিবার সদর উপজেলার পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নাছিম আহমেদ, উপ-সচিব, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়। এসময় প্রধান অতিথি প্রতিযোগীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার উপদেশমূলক দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিদ্যালয়ের স্থায়ী ও আজীবন দাতা সদস্য মো. ফারুক হোসেন চানু, মো. এমরাজ হোসেন প্রধান, মোঃ মোবারক হোসেন (কাতারী), মো. ওমর ফারুকসহ আরও অনেকে। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন।

মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণে বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ প্রদানে রয়েছেন মো. রাসেল, স্থানীয় ক্রিকেট কোচ ও সাবেক ক্রিকেট খেলোয়াড়, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব। তাকে সার্বিক সহযোগিতায় রয়েছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. রুহুল আমীন দেওয়ান।

add-content

আরও খবর

পঠিত