অনুষ্ঠিত হলো আমরা নারায়ণগঞ্জবাসী ত্রি-বার্ষিক সম্মেলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নাগরিক সুবিধা নিশ্চিত করুন, নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ই মার্চ শনিবার দুপুরে জেলা গ্রণগন্থাগারে এ সম্মেলন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে চাষাঢ়া শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে গণগ্রন্থাগার প্রাঙ্গণে এসে শেষ হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোমন রেজা সহ অন্যান্যরা।

এসময় চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, সাহসের সাথে সবকিছু মোকাবেলা করলেই এ সমাজ ও দেশ এগুবে। আজকে নারায়ণগঞ্জের যানজট ও ফুটপাত মুক্ত রাখতে সাহসীকতার সাথে কাজ করছে মেয়র আইভী। সেভাবে সকলকে সাহস নিয়ে আগাতে হবে। এ শহর আমাদের তাই আমাদের অগ্রনি ভূমিকা রাখতে হবে।

সভাপতি নূর উদ্দিন আহম্মেদ বলেন, নারায়ণগঞ্জের যানজট একটি বড় সমস্যা। আমাদের শহরে ১নং রেল স্টেশন থেকে ২নং রেল গেইট পর্যন্ত যদি সড়কের জন্য ব্যবহার তাহলে যানজট কমে যাবে। এখানে একাকিবার ট্রেন চলাচলে যানজট লেগেই থাকে। তাছড়া অনেকেই কল্যান ট্রাষ্টের নামে জায়গা পেয়ে থাকে। আমরা কোন অনৈতিকভাবে ট্রাষ্টের নামে জায়গা দখল করতে দিবো না।

সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মন্টু বলেন, নারায়ণগঞ্জে একটা মেধাবী ছাত্র তক্বী হত্যাকান্ড হয়েছে। যা অত্যন্ত দু:খজনক। আমরা চাই এর বিচার হোক। নারায়ণগঞ্জবাসীর জন্য আমাদের এ সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী সব সময় কাজ করে যাচ্ছে। আগামীতেও কাজ করবে। এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক বদরুল হক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত